Support: +880 1813-945480 (9AM to 10PM)

তিলোত্তমা বিষয়ক পাপ (হার্ডকভার)

By: মুহম্মদ জাফর ইকবাল
Category: উপন্যাস

৳ 107.2 ৳ 134

স্বপ্নে আমি একজন রমণীকে দেখেছিলাম। তার হাতে ছিল এ্যঞ্জেল উইংস-এর একটি ঘড়ি। যে ঘড়িতে কাঁটার পরিবর্তে ছিল প্রজাপতি। মিনিটের ঘুর্ণন শেষ হলেই সেই প্রজাপতি উড়ে এসে আমার ঘড়িতে বসছিল। অমনি বহুদিনের বন্ধ হয়ে থাকা ঘড়িটি সচল হয়ে উঠেছিল আমার। স্বপ্নে সেই রমণীর খুব কাছে গিয়ে তার হাতঘড়িটির দিকে তাকিয়েছিলাম আমি। বলেছিলাম, ‘আপনার অ্যাঞ্জেল খুব সুন্দর।’ রমণী হেসেছিল রিনিঝিনি শব্দ তুলে। বলেছিল, ‘আসুন, প্রজাপতি আসলে প্রজাপতি কি-না সেটা নিয়ে ভাবি আমরা।’ তিলোত্তমার সাথে এভাবেই আমার পরিচয়। তারপর... আমি চলে যাই আত্মগোপনে। বহুবছর পর যখন আমার বয়স পঞ্চান্ন তখণ সদ্য যুবতি নাবিলার সাথে আমার সাক্ষাৎ হয়। নাবিলাকে আমার চেনা চেনা লাগে। যেন কোনো একদিন তাকে দেখেছি আমি। আসলে কি তাকে দেখেছিলাম! আমি ফিরে আসতে উদ্যত হই নাবিলার ফ্ল্যাট থেকে। তখনই দেখা হয়ে যায় আমার অতীতের সাথে। তিলোত্তমা। নাবিলা তিলোত্তমার মেয়ে। তারপর... কী হবে আমাদের... আমি কি কাউকে গ্রহণ করব? করলে কাকে? নাবিলা ! না-কি তিলোত্তমা!

Title তিলোত্তমা বিষয়ক পাপ (হার্ডকভার)
Author মুহম্মদ জাফর ইকবাল
Publisher কথাপ্রকাশ
ISBN 97898490299294
Edition 1st Published, 2014
Number of Pages
Country
Language
মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পিএইচডি ডিগ্রী অজর্নের উদ্দেশ্যে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি সম্পন্ন করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। পরবর্তীতে বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ ল্যাবেও গবেষক হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে দেশে ফিরে এসে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। মুহম্মদ জাফর ইকবাল এর বই সবসময়ই এ দেশের কিশোর-কিশোরীদের কাছে বিশেষ আবেদন নিয়ে হাজির হয়েছে। কিশোর সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞান ও গণিত বিষয়ক অজস্র গ্রন্থ দিয়ে তিনি আলোকিত করে তুলেছেন এদেশের অগণিত কিশোর-কিশোরীর মনোজগত। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমূহ, যেমন- দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ, আমি তপু, শান্তা পরিবার, দস্যি ক’জন ইত্যাদি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তার বেশ কিছু গল্প পরবর্তীতে নাটক ও চলচ্চিত্র হিসেবে টিভি পর্দায় স্থান করে নিয়েছে। তিনি একজন বিশিষ্ট কলামিস্টও। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডও তাঁর ছত্রছায়ায় গড়ে উঠেছে। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমগ্র সকল বইপড়ুয়াকেই আকৃষ্ট করে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বহুবার পুরষ্কৃত হয়েছেন। বাংলা একাডেমি পুরষ্কার (২০০৪) এবং শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৫) সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও, কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক (২০০২), শেলটেক সাহিত্য পদক (২০০৩), ইউরো শিশুসাহিত্য পদকসহ (২০০৪) অগণিত পুরষ্কার অর্জন করেছেন গুণী এই সাহিত্যিক।